আগামী ১৪/১০/২০১৯ খ্রিঃ তারিখ হতে১৮/১০/২০১৯ খ্রিঃ তারিখ পর্যন্ত smart card বিতরন করা হবে, বাটইযা ইউনিয়ন পরিষদ ভবনে। স্মার্ট কার্ড নেয়ার সময় আই,ডি কার্ড নিয়ে আসতে হবে। যদি কারো আই,ডি কার্ড হারিয়ে যায় তাহারা ৩৪৫টাকা ব্যাংকে ট্রেজারি (সোনালী ব্যাংক, কালামুন্সি শাখা) চালানের মাধ্যমে স্মার্ট কার্ড গ্রহন করিতে পারিবেন। চালান ফরম ইউনিয়ন ডিজিটাল সেন্টারে পাওয়া যাবে। নিন্মে স্মার্ট কার্ড বিতরনের ওয়ার্ড ওয়ারী তালিকা দেয়া হল। যারা প্রবাসে আছেন তারা পরবর্তীতে উপজেলা থেকে নিতে পারবেন। বিষয় টি অতীব জরুরী। ধন্যবাদ সবাই কে।
জাতীয় পরিচয়পত্র/ স্মার্ট কার্ড পেতে হলে...
যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি, তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখবেন। এরপর স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে বছর-মাস-দিন ফরম্যাটে জম্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাবেন।
জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ার ক্ষেত্রে
যারা কাগজে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন, তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে। তারপর যেকোনো সোনালি ব্যাংক/ট্রেজারি চালানের মাধ্যমে নির্ধারিত ফি (জরুরি ফি ভ্যাটসহ ৩৪৫ টাকা) জমা দিয়ে বিতরণ কেন্দ্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারের কাছে জিডির কপি ও টাকার রশিদ জমা দিতে হবে। তারপর স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
নিবন্ধন স্লিপ হারিয়ে যাওয়ার ক্ষেত্রে
যাদের ভোটার নিবন্ধনের সময় প্রদান করা নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে, তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি রেজিস্টারে ভোটারের নাম, পরিচয়পত্র নম্বর ও ভোটারের স্বাক্ষর নিয়ে স্মার্ট কার্ড বিতরণ করতে হবে। এ ক্ষেত্রে কোনো জিডি করতে হবে না।
জাতীয় পরিচয়পত্র পাননি, কিন্তু স্লিপ আছে
যেসব ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পাননি, কিন্তু নিবন্ধন স্লিপ আছে, তাদের মূল নিবন্ধন স্লিপসহ স্মার্ট কার্ড বিতরণের নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস