প্রিয় উদ্যোক্তা বন্ধুরা,
ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৪ এ জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ ইউআইএসসি উদ্যোক্তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
আপনারা ইতোমধ্যে জেনেছেন যে, আগামী ২১ শে জুন ২০১৪ তারিখে বর্ষসেরা উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় আগারগাঁও-এর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে (৩য় তলা) এ ইভেন্টটি অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে প্রতি জেলা থেকে কেবলমাত্র দু'জন উদ্যোক্তা অংশগ্রহণ করতে পারবেন। এ দু'জন জেলা প্রশাসকের কার্যালয়ের মনোনয়ন পত্র সঙ্গে করে নিয়ে আসবেন। এর বাইরে অন্য কোন উদ্যোক্তা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। তবে যেসব উদ্যোক্তা জেলা পর্যায়ে ভাল কাজ করছেন, কিন্তু এখনও বর্ষসেরা হয়ে উঠতে পারেননি, তাদের জন্য আগামীতে এ ধরনের অনুষ্ঠান থাকছে। অনুষ্ঠান সংক্রান্ত যেকোন প্রয়োজনে কথা বলুন: কাওছার-০১৯১৩ ১৬ ৭৭ ১৮, অনুপম-০১৭১৭ ৭৯ ৮৮ ০০।
লাঞ্চের পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আপনাদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। এ কর্মশালায় আপনারা নিজ নিজ জেলার দুর্বল উদ্যোক্তাদের তালিকা, তাদেরকে সক্রিয় করার পরিকল্পনা ও এ সক্রিয় করার কার্যক্রমে আপনি কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন তা লিখিতভাবে নিয়ে আসতে অনুরোধ করছি। আপনাদের যাতায়াত, থাকা-খাওয়ার ব্যয় এটুআই প্রোগ্রাম থেকে বহন করা হবে। যাতায়াত বিলের পরিবহন টিকেট অবশ্য সংরক্ষণ করতে হবে। আপনারা নিজ উদ্যোগে থাকার ব্যবস্থা করতে পারেন অথবা জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এনআইএলজি), আগারগাঁও এ থাকার জন্য হোস্টেল সুপার জনাব সাইফুল্লাহ (মোবাইল-০১৭২৬৭০৪১৮৬) এর সাথে যোগাযোগের অনুরোধ করা হলো।
ভাল থাকবেন। দেখা হবে।
ধন্যবাদসহ,
আসাদ-উজ-জামান
কনসালট্যান্ট, এটুআই প্রোগ্রাম, প্রধানমন্ত্রীর কার্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস