Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
TCB's products started selling at subsidized prices.
Details

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশের ১ কোটি পরিবারের মাঝে টিসিবির পণ্য ভর্তুকি মূল্যে বিক্রয় কার্যক্রমের অংশ হিসেবে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নে‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন জনাব জসিম উদ্দিন শাহিন, চেয়ারম্যান, বাটইয়া ইউনিয়ন পরিষদ।  টিসিবি ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল কিনতে পারবেন। প্রতি লিটার তেলের মূল্য হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম ধরা হয়েছে ৬৫ টাকা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল নিতে পারবেন।

দ্বিতীয় পর্যায়ে এই প্যাকেজর সঙ্গে ২ কেজি ছোলা, খেজুর ও পেঁয়াজ যুক্ত করে বিক্রি করা হবে।

Attachments
Publish Date
22/03/2022
Archieve Date
31/05/2023