৭নং বাটইয়া ইউনিয়ন পরিষদ
বর্তমান বাটাইয়া ইউনিয়নে প্রাচীন সভ্যতার অনেক নির্দেশনা পাওয়া গেছে। এখানে রয়েছে অনেক পুরানো মসজিদ, মন্দির, গ্রির্জা এবং আরো অনেক কিছু। ১৯১৩ সালের দিকে এই এলাকায় প্রথম জমি জরিপ শুরু হয়। তখন জরিপ মাঠ কর্মীরা জরিপ কাজে উপকরণ হিসাবে লাঠি ব্যবহার করত। উক্ত লাঠিকে স্থানীয় ভাষায় টৌইয়া বলা হত। মাটিতে টৌইয়া দেয়ার সময় কর্মর্কতা বাদিকে টৌইয়া দেয়ার কথা বলে। উক্ত বা-দিকে টৌইয়া থেকে নামকরন করা হয় বা-টৌইয়া মোজা।পরবর্তী কালে অর্থাৎ ১৯৪১ সালে উক্ত বা-টৌইয়া মোজার নামানুসারে নামকরন করা হয় বাটাইয়া ইউনিয়ন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS