গাছ লাগান পরিবেশ বাঁচান"বসতবাড়ির আঙিনায়, একটি ফলদ গাছ লাগাই।"
Details
বসত বাড়ির আঙ্গিনায় একটি করে ফলদ গাছ লাগাই"এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার
(৩১ আগস্ট ২০২০ইং)সকাল ১১.০০ টা
জেলা প্রশাসন নোয়াখালীর উদ্যোগে একযোগে নোয়াখালী জেলার সকল
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন, কবিরহাট এর তত্ত্বাবধানে কবিরহাট উপজেলার সকল ইউনিয়নে-সকল ওয়ার্ডে একযোগে ফলদ গাছের চারা রোপণ করা হয়। বাটইয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বৃক্ষ রোপন কর্মসুচী পালন করে ইউপি চেয়ারম্যান, সচিব, মেম্বারসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিটি বাড়িতে অন্তত একটি ফলদ বৃক্ষের চারা রোপনের আহ্বান জানান।