৭নং বাটইয়া ইউনিয়ন পরিষদে ২০১২ সালের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরবর্তী ভোটার তালিকা অন্তভূক্ত ভোটার গনের “পেপার লেমিনেটেড” জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হবে। বিতরণের তারিখ ২৪ ও ২৬ জানুয়ারী ২০১৯ সাল।
স্থান ইউনিয়ন পরিষদ, বাটইয়া
১-৫ ওয়ার্ড সকাল ১০টা থেকে বিকাাল ৪টা পযন্ত। 24 তারিখ
৬-৯ ওয়ার্ড সকাল ১০টা থেকে বিকাাল ৪টা পযন্ত। 26তারিখ