Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ/২০১৫
Details

কবিরহাট উপজেwvywvywলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ/২০১৫ উদ্ যাপন করা হবে আগামী  ৭/৯/২০১৫-৮/৯/২০১৫ দুই দিন ব্যাপী  । এ বিষয়ে কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসিনা ইসলামের সভাপতিত্বে উপজেলা সকল কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগন, মেয়র কবিরহাট পৌরসভা, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগন, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও স্থানীয় সাংবাদিকগন এর উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় যে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ দুইদিন ব্যাপি  উপজেলায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।  মেলার প্রচারে জন্য স্থানীয় কেবল অপারেটর ,পত্রিকা, অনলাইন পত্রিকা, ফেইজবুক, ওযেব পোর্টাল, ব্লগ ও মাইকিং এর মাধ্যমে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিদেরকে অনুরোধ করা হয়।
অত্র উপজেলায় পরিষদ মিলনায়তনে সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও  পৌরসভা ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও সরকারী প্রতিষ্ঠানসহ  সর্বমোট ২০টি স্টল স্থাপনের সিন্ধান্ত গৃহীত হয়।
মেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার জন্য অফিসার ইনচার্জ কবিরহাট থানাকে অনুরোধ করা হলো।

কর্মসুচী  ০৭-০৯-২০১৫,   ১।  র‌্যালী, সকাল- ১০.০০ টায়,  ২।  উদ্বোধনী অনুষ্ঠান ও তথ্য প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা- ১০.০০৩।  কুইজ প্রতিযোগিতা ( প্রাথমিক  পর্যাযে)-  ১২.০০ টায়, ৪।  স্টল পরিদর্শন - ০১.০০ টায় , ৫। আলোচনা সভা  -     ৩.৩০ টা

কর্মসুচী  ০8-০৯-২০১৫, ১। কুইজ প্রতিযোগিতা- ১০.০০ টায়, ২। প্রদর্শনী ও আলোচনা সভা- ১২.০০ টায়, ৩।  কর্মশালা - ৩.০০ টায়  ৪। আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান-  ৩.৩০ টায়, ৩।  সাংস্কৃতিক অনুষ্ঠান- বিকাল ০৪.০০ টায় ও দুই দিন ব্যাপী  সাংস্কৃতিক অনুষ্ঠান বিকাল ০৪.০০ টায়

Attachments
Image
Publish Date
06/09/2015